তাহাজ্জুদ


 ছবি-ইন্টারনেট

|| তাহাজ্জুদ ||
"কিয়াম হলো আল্লাহর ডাকে সাড়া দেওয়া।এটা কিভাবে সম্ভব, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনাকে ডাকছেন অথচ আপনি তার ডাকে সাঁড়া দিচ্ছেন না?কারও স্ত্রূ,সন্তান কিংবা তার প্রিয় মানুষটি যদি তাকে মাঝরাতে ডেকে জিজ্ঞেস করে—তুমি ঠিক আছো তো,তোমার কিছু লাগবে?সে তখন বলবে—আমি ঠিক আছি,সব কিছু কিছু ঠিক আছে,আমি ঠিক আছি প্রিয়,আমি ঠিক আছি বন্ধু,আমি ঠিক আছি ভাই ইত্যাদি।এসব বলে সে আকর্ষন অনুভব করবে।আপনার সহকর্মী,অফিসের বস কিংবা কেউ যদি ফোনকল অথবা মেসেজ দিতো আপনি এর উত্তর দিতেন।তারা যে আপনার খোঁজ নিচ্ছে এটা অন্তর দিয়ে উপলব্ধি করতেন।তাহলে এটা কীভাবে সম্ভব যে,আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনাকে ডাকছেন,আপনার প্রয়োজনে ব্যপারে জিজ্ঞেস করছেন কিন্তু আপনি তাঁর ডাকে সাড়া দিচ্ছেন না?নিঃসন্দেহে আল্লাহর নিদর্শনই সর্বোৎকৃষ্ট নিদর্শন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
" আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা প্রতি রাতের তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে নিকটবর্তী আসমানে অবতরন করে ঘোষনা করতে থাকেনঃ
• কে আছে এমন যে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেবো।
• কে আছে এমন যে আমার কাছে চাইবে আর আমি তাকে তা দান করবো।
• কে আছে এমন যে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করবো?"
[ আস সুন্নাহঃ১০৮৯ ]
"রাতের বেলা এমন একটি সময় আছে,যে সময় একজন মুসলিম আল্লাহর কাছে উত্তম যা-ই চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন।"
[ সহীহ মুসলিমঃ ১৮০৭ ]
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের ডাকছেন অথচ সবার আগে আমাদেরই আল্লাজকে প্রয়োজন।আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা জানতে চাচ্ছেন কার কি প্রয়োজন অথচ এসময় মানুষ গভীর ঘুমে নাক ডাকতে থাকে।
[ বইঃকিয়ামুল লাইল,পৃ. ১৬-১৭ ]

Post a Comment

Previous Post Next Post

Nepali Graphics - Learn design, Animation, and Progrmming