কুরআন হতে ১০ টি গুরুত্বপূর্ণ ইস্তিগফার [সিজদায় এসব ইস্তিগফার পড়া যাবে; তবে তিলাওয়াত হিসেবে নয়, কেবল দু‘আ হিসেবে]
◄◖◉◗►
.
❑ ইস্তিগফার: [০১]
যখন মূসা (আ.) যখন অনিচ্ছাবশত কিবতি লোকটিকে হত্যা করে ফেলেন, তখন এই দু‘আটি (ইস্তিগফারটি) করেন এবং আল্লাহ্ তাঁকে ক্ষমা করে দেন। আমরাও যেকোনো সময় এই দু‘আটি করতে পারি।
.
ﺭَﺏِّ ﺇِﻧِّﻲْ ﻇَﻠَﻤْﺖُ ﻧَﻔْﺴِﻲْ ﻓَﺎﻏْﻔِﺮْ ﻟِﻲْ
.
অর্থ: (হে আমার) রব! নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করে ফেলেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। [সূরা ক্বাসাস, আয়াত: ১৬]
.
(উচ্চারণ না দেওয়ার কারণ এবং বিকল্প সমাধান বলে দেওয়া হয়েছে পোস্টের শেষে)
.
❑ ইস্তিগফার: [০২]
.
ﺭَﺑَّﻨَﺎ ﺇِﻧَّﻨَﺎ ﺁﻣَﻨَّﺎ ﻓَﺎﻏْﻔِﺮْ ﻟَﻨَﺎ ﺫُﻧُﻮْﺑَﻨَﺎ ﻭَﻗِﻨَﺎ ﻋَﺬَﺍﺏَ ﺍﻟﻨَّﺎﺭِ
.
অর্থ: হে আমাদের রব, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের গুনাহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। [সূরা আ~লে ইমরান, আয়াত: ১৬]
.
❑ ইস্তিগফার: [০৩]
আদম (আ.) ও মা হাওয়া যখন ভুল করেন, তখন তাঁরা এই দু‘আ (ইসতিগফার) করেন এবং আল্লাহ্ তাঁদের দু‘আ কবুল করেন।
.
ﺭَﺑَّﻨَﺎ ﻇَﻠَﻤْﻨَﺎ ﺃَﻧْﻔُﺴَﻨَﺎ ﻭَﺇِﻥْ ﻟَّﻢْ ﺗَﻐْﻔِﺮْ ﻟَﻨَﺎ ﻭَﺗَﺮْﺣَﻤْﻨَﺎ ﻟَﻨَﻜُﻮﻧَﻦَّ ﻣِﻦَ ﺍﻟْﺨَﺎﺳِﺮِﻳْﻦَ
.
‘‘হে আমাদের রব! আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব।’’ [সূরা আল আ‘রাফ, আয়াত: ২৩]
.
ইস্তিগফারের জন্য শ্রেষ্ঠ দু‘আগুলোর মধ্যে এটি অন্যতম। অসাধারণ দু‘আ!
.
❑ ইস্তিগফার: [০৪]
মুসলিম জাতির পিতা ইবরাহিম (আ.)-এর চমৎকার দু‘আ (ইসতিগফার)। এর মাধ্যমে একই সাথে নিজের জন্য, বাবা-মার জন্য এবং সকল জীবিত ও মৃত ঈমানদারের জন্য দু‘আ করা হয়। খুবই গুরুত্বপূর্ণ দু‘আ।
.
ﺭَﺑَّﻨَﺎ ﺍﻏْﻔِﺮْ ﻟِﻲْ ﻭَﻟِﻮَﺍﻟِﺪَﻱَّ ﻭَﻟِﻠْﻤُﺆْﻣِﻨِﻲَﻥْ ﻳَﻮْﻡَ ﻳَﻘُﻮْﻡُ ﺍﻟْﺤِﺴَﺎﺏُ
.
‘‘হে আমাদের রর! যেদিন হিসাব কায়েম হবে, সেদিন তুমি আমাকে, আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিয়ো।’’ [সূরা ইবরাহিম, আয়াত: ৪১]
.
❑ ইস্তিগফার: [০৫]
.
ﺭَﺏِّ ﺍﻏْﻔِﺮْ ﻭَﺍﺭْﺣَﻢْ ﻭَﺃَﻧْﺖَ ﺧَﻴْﺮُ ﺍﻟﺮَّﺍﺣِﻤِﻴْﻦَ
.
‘‘হে আমার রব! (আমাকে) মাফ করুন এবং (আমার উপর) রহম করুন; আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু।’’ [সূরা আল মুমিনূন, আয়াত: ১১৮]
.
❑ ইস্তিগফার: [০৬]
.
ﺳَﻤِﻌْﻨَﺎ ﻭَﺃَﻃَﻌْﻨَﺎ ﻏُﻔْﺮَﺍﻧَﻚَ ﺭَﺑَّﻨَﺎ ﻭَﺇِﻟَﻴْﻚَ ﺍﻟْﻤَﺼِﻴْﺮُ
.
‘‘আমরা (আপনার বিধান) শুনলাম এবং মেনে নিলাম। হে আমাদের রব! আমাদের ক্ষমা করুন। আপনার দিকেই তো (আমাদের) ফিরে যেতে হবে।’’ [সূরা আল বাকারাহ, আয়াত: ২৮৫]
.
❑ ইস্তিগফার: [০৭]
এই দু‘আটি এবং ৪ নং দু‘আটির অপরিসীম গুরুত্ব নিয়ে আমরা
# মহান_রবের_আশ্রয়ে সিরিজে একটি পোস্ট দেব ইনশাআল্লাহ্।
.
ﺭَﺑَّﻨَﺎ ﺍﻏْﻔِﺮْ ﻟَﻨَﺎ ﻭَﻟِﺈِﺧْﻮَﺍﻧِﻦَﺍ ﺍﻟَّﺬِﻳْﻦَ ﺳَﺒَﻘُﻮْﻧَﺎ ﺑِﺎﻟْﺈِﻳْﻤَﺎﻥِ
.
‘‘হে আমাদের রব! আমাদের ক্ষমা করুন এবং যারা আমাদের পূর্বে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, তাদেরকেও ক্ষমা করুন।’’ [সূরা হাশর, আয়াত: ১০]
.
❑ ইস্তিগফার: [০৮]
.
ﺭَﺑَّﻨَﺎ ﺍﻏْﻔِﺮْ ﻟَﻨَﺎ ﺫُﻧُﻮْﺑَﻨَﺎ ﻭَﺇِﺳْﺮَﺍﻓَﻨَﺎ ﻓِﻲْ ﺃَﻣْﺮِﻧَﺎ ﻭَﺛَﺒِّﺖْ ﺃَﻗْﺪَﺍﻣَﻨَﺎ ﻭَﺍﻧْﺼُﺮْﻧَﺎ ﻋَﻠَﻰ ﺍﻟْﻘَﻮْﻡِ ﺍﻟْﻜَﺎﻓِﺮِﻳْﻦَ
.
‘‘হে আমাদের রব! আমাদের ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে দাও। আমাদের কাজের মধ্যে যেখানে তোমার সীমালঙ্ঘন হয়েছে, তা মাফ করে দাও। আমাদের পদযুগল অবিচল রাখো এবং কাফিরদের মোকাবেলায় আমাদের সাহায্য করো।’’ [সূরা আ~লে ইমরান, আয়াত: ১৪৭]
.
❑ ইস্তিগফার: [০৯]
.
ﺭَﺑَّﻨَﺎ ﻭَﻻَ ﺗُﺤَﻤِّﻠْﻨَﺎ ﻣَﺎ ﻻَ ﻃَﺎﻗَﺔَ ﻟَﻨَﺎ ﺑِﻪِ ﻭَﺍﻋْﻒُ ﻋَﻨَّﺎ ﻭَﺍﻏْﻔِﺮْ ﻟَﻨَﺎ ﻭَﺍﺭْﺣَﻤْﻨَﺎ .
.
‘‘হে আমাদের রব! যে বোঝা বহন করার সাধ্য আমাদের নেই, সে বোঝা আমাদের উপর চাপিয়ে দিয়ো না। আমাদের প্রতি কোমল হও, আমাদের ক্ষমা করো এবং আমাদের উপর দয়া করো।’’ [সূরা বাকারাহ, আয়াত: ২৮৬]
.
❑ ইস্তিগফার: [১০]
.
ﺭَﺑَّﻨَﺎ ﺇِﻧَّﻨَﺎ ﺳَﻤِﻌْﻨَﺎ ﻣُﻨَﺎﺩِﻳًﺎ ﻳُّﻨَﺎﺩِﻱْ ﻟِﻠْﺈِﻳْﻤَﺎﻥِ ﺃَﻥْ ﺁﻣِﻨُﻮْﺍ ﺑِﺮَﺑِّﻜُﻢْ ﻓَﺂﻣَﻨَّﺎ
.
‘‘হে আমাদের রব! আমরা একজন আহবানকারীকে ঈমানের প্রতি (এই) আহবান করতে শুনেছি যে, তোমাদের রবের প্রতি ঈমান আন; তাই আমরা ঈমান এনেছি।
.
ﺭَﺑَّﻨَﺎ ﻓَﺎﻏْﻔِﺮْ ﻟَﻨَﺎ ﺫُﻧُﻮْﺑَﻨَﺎ ﻭَﻛَﻔِّﺮْ ﻋَﻨَّﺎ ﺳَﻴِّﺌَﺎﺗِﻨَﺎ ﻭَﺗَﻮَﻓَّﻨَﺎ ﻣَﻊَ ﺍﻟْﺄَﺑْﺮَﺍﺭِ
.
হে আমাদের রব! অতএব, আমাদের গুনাহগুলো মাফ করুন, আমাদের দোষ-ত্রুটিগুলো দূর করে দিন এবং সৎকর্মশীল লোকদের সাথে আমাদের শেষ পরিণতি দান করুন।’’ [সূরা আ~লে ইমরান, আয়াত: ১৯৩]
.
[কুরআনুল কারিমের উচ্চারণ অন্য ভাষায় লিখা জায়েয নেই। অনেক আলেম স্পষ্টভাবে হারাম বলেছেন। কারণ উচ্চারণ লেখা যায় না, ফলে ভুল উচ্চারণের মাধ্যমে অর্থ বিকৃত হয়ে যায়। অনেক সময় কুফরি কথাও বলা হয়ে যায়। তাই, আমরা উচ্চারণ দেইনি। যারা কুরআন পড়তে পারেন, তাদেরকে দু‘আগুলো দেখান এবং শিখে নিন। তাও কঠিন হলে ইউটিউবে সূরা এবং আয়াত উল্লেখ করে সার্চ দিয়ে তিলাওয়াত শুনে নিন। যেমন: Surah al Baqarah 286, তখন বিভিন্ন ক্বারির তিলাওয়াত পাবেন। আরো সহজে পেতে Al Quran (Tafsir & by word) অ্যাপটা নামিয়ে নিন। সেখানে অডিও শুনতে পারবেন।]
Tags:
ISLAMIC